বাংলায় নির্বাচন শেষ হতে না হতেই, তৃণমূল সরকার আবার ফিরতেই, দলবদুলেরা অনেকেই আবারও ফিরতে চাইছেন নিজের নিজের পুরনো ঠিকানাতে। নানান রকম কারণ দেখিয়ে কেউ কেউ পদ্ম শিবির থেকে ফিরতে চাইছেন সবুজ শিবিরে, আবার কেউ কেউ এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে একটি মজাদার ফর্ম বের করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য যা এখন রিতিমত ভাইরাল।
![]() |
Debangshu Bhattacharya TMC |
তৃণমূল ছেড়ে সম্প্রতি বিজেপি তে আসা দুই দলবদলু নেতা দিপেন্দু বিশ্বাস এবং সোনালী গুহ নারদ মামলার পর গেরুয়া শিবিরের সাথে সকল সম্পর্ক ত্যাগ করেছেন।
এরই মধ্যে গেরুয়া শিবির ছেড়েছেন আরও অনেকে। সম্প্রতি সোনালী গুহ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে ফেরার আর্জি টুইট করে জানান। তবে এইবার এই দলবদলুদের উদ্দেশ্যে একটি বেসুরো স্বীকারোক্তি ফর্ম’ তৈরি করলেন দেবাংশু ভট্টাচার্য। অনেকটাই মজার ছলেই এই ঘরে ফেরার আবেদন পত্রটি তিনি বানিয়েছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়
দেখুন সেই ভাইরাল ফর্মটি-
ফর্মটিতে দেখা যাচ্ছে মোট নয়টি প্রশ্ন রাখা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, প্রথমেই নাম, বিধানসভা, লোকসভা , জেলা । এবং “বেসুরো” হওয়ার সময়, কারন ও ,”সুর” ফিরে পাওয়ার কারন । এবং আরও জানতে চাওয়া হয়েছে ২রা মে’র পর এই বেসুরো নেতৃত্ব দের সময় কাটছে কিভাবে? এবং এখানে বেশকিছু মজার অফশন রাখা হয়েছে কেঁদে কেঁদে, নাকি শুভেন্দু অধিকারী কে অভিশাপ দিয়ে নাকি কপাল ঠুকে ঠুকে। তবে সবকটি প্রশ্নতেই রয়েছে মজার মজার অফশন শুধু মাত্র ঠিক দিলেই হয়ে যাবে